জৈন্তাপুরের হরিপুরে এস এ জয়নাল সন্ত্রাসী বাহিনীর হামলায় একই পরিবারের ৩ জন আহত
1 min readসিলেট জেলা প্রতিনিধিঃ- জেলার জন্তাপুর উপজেলায় হেমু দত্ত পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে দা দিয়ে কোপালো স্থানীয় সূত্রে জানা যায় গত ১৩ ই মার্চ শুক্রবার ছোট্ট একটি দুই বছরের অবুঝ শিশু বাচ্চা টিউবলের ভিতরে একমুঠো বালু ঢুকিয়ে দিয়েছিল তখন নুর উদ্দিন পিতা আব্দুর রহিম ওই বাচ্চাটিকে মেরে অজ্ঞান করে ফেলে তখন দুই পক্ষের কথা কাটাকাটি মুখোমুখি হয় । এরপর নুর উদ্দিন ও শরিফ উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় এস আই শফিকুল এর কাছে সাধারণ একটি ডায়েরি করেন তারপর এসআই শফিকুল তদন্ত সাপেক্ষে এলাকার মুরুব্বি সালিশ গণের কাছে বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য রেখে যান । ঐদিন রাতে এলাকার সালিশ বৈঠকে মীমাংসা করে দেয়ার জন্য বসা হলে আসামি নূর উদ্দিন ও শরিফ উদ্দিন পিতা মৃত আব্দুস শহীদ সালিশ গণের বিচার না মেনে উক্ত সালিশ গণের সামনে এসএ জয়নাল পিতা মৃত হোসেন মিয়া এর নির্দেশে আসামি নুর উদ্দিন ও শরিফ উদ্দিন এই তিনজন মিলে ফারুক আহমদ ও আফজাল হোসেনকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তখন ফারুকের আম্মা তার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে তাহাকেও মারধর করে মাটিতে ফেলে রাখে তখন এই তিন জনকে আহত অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষ করে পরের দিন সকালে এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয় । আরো এলাকা সূত্রে জানা যায় এস এ জয়নাল ওই এলাকার একজন চিন্নিত প্রভাবশালী ও খারাপ লোক সে দীর্ঘদিন থেকে ওই এলাকার অনেক অসহায় মানুষের জায়গা জমি আত্মসাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছেন তার কারণে ওই এলাকার অনেক নিরীহ মানুষ অসহায় এবং ওই এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি ও গুন্ডা বলে জানায় এলাকার জনসাধারণ তাহার ভয়ে সব সময় আতঙ্কে থাকে এলাকার অসহায় মানুষ । বর্তমানেও ফারুক আহমেদ এর পরিবারের লোকজন এস এ জয়নালের হুমকিতে দরজা তালা দিয়ে পালিয়ে আত্মগোপনে আছে । ঘটনার পর দিন ১৫ ই মার্চ ২০২০ রবিবার সকাল ১০ ঘটিকার সময় ফারুকের ভাই মাশুক আহমেদ বাদী হয়ে তিনজন কে আসামী করে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ তদন্তকারী এসআই শফিকুল সাহেব বিষয়টি তদন্ত করে মামলাটি রেকর্ড করা হয় কিন্তু এখন পর্যন্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে । আমাদের জানামতে যত বড়ই প্রভাবশালী সন্ত্রাসী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয় ।