গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার শিক্ষার্থীদের এক দফা এক দাবি
1 min readমো: আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি সিলেট : সিলেট-তামাবিল মহাসড়কে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে ১৫ই মার্চ জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের গত ১৪ই ফেব্রুয়ারীর শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে মানববন্ধনকে সমর্থন জানিয়ে শান্তিপূর্ণ ভাবে হযরত শাহজালাল (রহ) ডিগ্রী কলেজ গেইটে মানববন্ধন করেছে চিকনাগুল ইউনিয়ন ছাত্র সংঘ।
অত্র সংগঠনের সভাপতি মাহবুব আম্বিয়া জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ৬নং চিকনাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহমত আলী, বিশিষ্ট সমাজ সেবক সরয়ার চোধুরী,সিলেট জেলা ছাত্রলীগ নেতা আয়াত উল্লাহ আল রাফি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির আহমেদ সৈকত,সহ-সভাপতি হানিফ মোহাম্মদ, সহ-সভাপতি আব্দুল মালিক আমন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আখলাকুর রহমান জনি,জুয়েল আহমদ, জসিম উদ্দিন সহ ৬নং চিকনাগু ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
প্রধান বক্তা জৈন্তাপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির আহমেদ সৈকত বলেন, ঢাকা,চট্টগ্রাম সহ দেশের প্রায় সব জেলায় শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়া দিয়ে স্কুল ,কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করছে । কিন্তু সিলেট-তামাবিল রোডে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয় না । শিক্ষার্থী পরিচয় দিলেও পরিবহনে অনেক সময় উঠানোও হয় না। হাফ ভাড়া না নিয়ে বাসের মধ্যে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হয়। এছাড়াও ড্রাইভার ও হেলপারের গাফিলতি ও অসচেতনার কারণে বিভিন্ন জায়গায় প্রতিদিন বাসচাপায় প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা।