উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএস সি ১৮,১৯ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান - Shimanterahban24
June 6, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএস সি ১৮,১৯ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান

1 min read

রিদুয়ানুল হক সোহাগ, উখিয়া থেকে।

১৬ মার্চ (সোমবার) সকালে ১১টা উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৮ ও ১৯ সালে এস এস সি পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাধান অতিথি জনাব মোঃ নিকারুজ্জামান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার
বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,সাধারণ সম্পাদক উখিয়া উপজেলা আওয়ামী লীগের ও চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন পরিষদ উখিয়া।
সভাপতিত্ব করেন জনাম মোঃ আবুল হোসেন সিরাজী,প্রধান শিক্ষক,উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়,উপস্থিত ছিলেনন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক,শিক্ষকা ও ছাত্রছাত্রীসহ অনেক।

এ সময় এসএস সি ১৮ কৃতি শিক্ষার্থীরা সম্মাননা স্মারক পান-
হাসেম সিকদার জিসান,
শাহিদ আরমান আশিক,শফিউল করিম মুন্না,,তাসনুবা আফরিন ঐশী,সালমা জাহান রিমা,সাবরিনা সুলতানা আমল,জন্নাতুল শাহরিন অয়ন,ফয়েজুল ইসলাম খোকা,সাইফুল ইসলাম,তারেকুল ইসলাম ও উম্মে সালমা সনি।

এসএস সি ১৯ কৃতি শিক্ষার্থীরা সম্মাননা স্মারক পান-
এস এম সাকিব জাহান বাবু,ফাহিম শাহরিয়া জুনাইদ, শওকত আমিন মোঃসাকিব, শাহ কামাল,শামিম ওসমান শুভ,মাইসা মুসতারা মহিমা,নাফিয়ান নাফসিন অরিন,ফাহমিদা সুলতান,মাওয়া বিনতে আলম,তামরিন কালাম মিথিলা,সুমাইতা বিনতে হালিম,শাহনাজ আক্তার,মরিয়ম আক্তার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.