সড়ক দুর্ঘটনায় বেগুনবাড়ি মাদরাসার ৩ ছাত্র নিহত; শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত
1 min read
নিজস্ব প্রতিনিধি, ঢাকা :: খলীফায়ে আল্লামা শাহ্ আহমাদ শফী দা.বা.ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীরে সহ সভাপতি মুফতী মুজিবুর রহমান চাঁটগামী পরিচালিত ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া (দাওরা হাদীস) মাদরাসার ছাত্র ও শিক্ষকগন নাটোর শিক্ষা সফর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে গত রাত দুইটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।
এতে ঘটনাস্থলে দুই জন ছাত্র নিহত হন , অপরজন হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন।
এবং আশংকাজনক ৮, গুরতর আহতঃ ৩৮জন ছাত্র।
এখন পর্যন্ত বারোটি এম্বুলেন্সে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যার মধ্যে চারজনের অবস্থা খুবই আশংকাজনক।
তাইসীর জামাআতের ১ জন, হিদায়াতুন্নার ১ জন, এবং জালালাইনের ১ জন নিহত হয়েছেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ছাত্রদের জন্য আজ সন্ধায় এক বিবৃতিতে শোকপ্রকাশ করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।