সাবেক বিতার্কিক কাজী শানেজুল নেওয়াজ সানির বিতর্ক নিয়ে পরিকল্পনা
1 min readবিশেষ প্রতিনিধি, ঢাকা :: একজন স্বাপ্নিক তরুণের নাম কাজী শানেজুল নেওয়াজ সানি। যিনি একজন সাবেক বিতার্কিক। মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি প্রথম বিতর্ক শুরু করেন। তারপর অনার্স চলাকালীন সময়ে বিতর্কের সাথে পথচলা অব্যাহত রাখেন। অনার্সের পর নিজের ক্যারিয়ারে ফোকাস করেন। ফলে বিতর্ক থেকে বেশ দূরে চলে যান। দীর্ঘ দিন পর তিনি বিতর্কের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই গ্রামের একটি এমপিওভুক্ত স্কুলে গিয়ে বিতর্ক নিয়ে শিক্ষকদের সাথে আলাপ করে জানতে পারেন, গ্রাম্য স্কুলগুলো বিতর্ক নিয়ে তেমন জ্ঞান রাখে না। তিনি শিক্ষকদের অনুমতি নিয়ে স্কুলে একটি বিতর্ক কর্মশালার আয়োজন করেন। বিতর্ক কর্মশালার ২ দিন পর একটি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি বাকিদের সান্ত্বনা পুরস্কারও দেন তিনি। বিতর্ক শেষে সমাপনী বক্তব্যে তিনি বলেন, “বিতর্ক আমাদের প্রাত্যহিক জীবন, সামাজিক জীবন কিংবা ক্যারিয়ার সব ক্ষেত্রেই অনেক কাজে আসে। আমরা সকলেই খুব ভালো বিতার্কিক। প্রয়োজন শুধু চর্চা।”
বিতর্ক নিয়ে উনার ভবিষ্যত কোনো পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি বিতর্ক নিয়ে ভবিষ্যতে বড় আয়োজন করতে চান। যেখানে গ্রামের পিছিয়ে যাওয়া ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারবে। তিনি চান তার ছোট্ট বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম্য স্কুল থেকেও গড়ে উঠুক প্রাণচঞ্চল বিতার্কিক।