বেগুনবাড়ি মাদরাসার ছাত্র হতাহতের ঘটনায় ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর শোক প্রকাশ
1 min read
নূর হোসাইন সবুজ :: প্রখ্যাত ওয়ায়েজ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় নেতা মুফতী মুজিবুর রহমান চাঁটগামীর তেজগাঁও বেগুনবাড়ি মাদরাসার ছাত্রবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
আজ (১৫ মার্চ) রোববার এক শোকবার্তায় ঢাকা মহানগর ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ নিহত ছাত্রদের শহীদি মর্যাদা লাভ এবং আহত ছাত্রদের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ঢাকার তেঁজগাও থানার উত্তর বেগুনবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া বেগুনবাড়ি মাদরাসার ছাত্রদের নিয়ে শিক্ষা সফরের একটি গাড়ি নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে গতকাল (শনিবার) দিবাগত রাত ২টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এখন পর্যন্ত ৫ জন মাদ্রাসা ছাত্র নিহত ও প্রায় অর্ধ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল থেকে খবরটি নিশ্চিত করেছেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগরীর নেতা মারুফ আল মাহমুদ ও মিনহাজ খান।
প্রায় ৭৫ জন ছাত্র নিয়ে শিক্ষা সফরে নাটোর থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই দুই জন ছাত্র নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন নিহত হন এবং হাসপাতালে আরো একজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এখন পর্যন্ত বারোটি এম্বুলেন্সে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা খুবই আশংকাজনক। কয়েকজনকে পঙ্গু হাসপাতালেও পাঠানো হয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর নেতৃবৃন্দ অনতিবিলম্বে সড়ক দুর্ঘটনায় ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার সকল ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করার দাবী জানান। এবং সকলকে মানবিক ও আর্থিক সহযোগিতা নিয়ে মাদরাসা ছাত্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।