জাফলং কিন্ডারগার্টেন এর শুভ উদ্বোধন
1 min readএইচ এম এহসান উল্লাহ :: দেশের পর্যটন আকর্ষণ, চারিদিকে পাহাড়ের ঢেউ খেলানো ডাউকির কোল ঘেঁষা স্বচ্ছ শীতল জলের নদী, ঝর্ণা, চা বাগান, অরণ্যঘেঁরা টিলার সমাহার ও খনিজ সম্পদের রাজ্য জাফলং যেন শিল্পীর আঁকা এক রূপকথার ছবি। এই রুপময় জাফলংয়ের নামে একটি প্রতিষ্ঠানের পথযাত্রা শুরু হয় আজ ১৫ মার্চ (রবিবার) মিলাদ ও দোয়া মাহফিল মাধ্যমে।
জাফলংয়ের মামারবাজারে এ কিন্ডারগার্টেনটির ভিত্তি স্থাপন করা হয়।
মাহফিলে আয়োজকরা বলেন শিক্ষার মানোন্নয়নে আমরা এ মহৎ উদ্যোগটি হাতে নিয়েছি। তাই সময়ের স্বল্পতার কারণে অনেক পরিচিত জনদেরকে দাওয়াত দেয়া সম্ভব হয় নি। ইনশাআল্লাহ আগামীতে আরো অনেক বড় বড় প্রোগ্রাম করার ইচ্ছে আছে, সেখানে সবাইকে উপস্থিত করার সর্বাত্মক চেষ্টা করবো।
তারা সবার কাছে দোয়া চেয়েছেন এবং তারা বলেন যেন, এই মহৎ উদ্যেগকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। যে যে অবস্থানে আছেন, সেখান থেকে সার্বিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন তারা।