“অহংকার” (কবিতা)
1 min read
[ইব্রাহিম হোসেন]
আজকে তোমার স্বাস্থ্য ভালো
আছে রুপ যৌবন ,
চিনতে পারে সবাই তোমায়
করে কত যতন।
আজকে আছ দেশের নেতা
মন্ত্রী মিনিস্টার ,
সবাই চিনে দুই নয়নে
দেশের কর্ণধার ।
আজকে তোমার অর্থ আছে
আছে টাকা পয়সা ,
যার কারণে অহংকারে
হারিয়ে ফেল দিশা ।
আছে তোমার বাহুবল
ক্ষমতা সীমাহীন ,
লাঠির জোরে বলিয়ান হয়ে
গর্বে কাটাও দিন ।
থাকবে নাতো প্রতিনিয়ত
তোমার অহংকার ,
মাটির সাথে মিশিয়ে যাবে
হুকুম বিধাতার ।
চিনবেনা কেউ সঙ্গী সাথী
চিনবেনা কেউ আর ,
মাংস পচে হাড্ডি তোমার
হবে যে চুরমার।
লাভ কি হল অর্থ কড়ি
টাকা পয়সা থেকে ,
অহংকারের অন্ধকারে
জীবন গেল ঢেকে।