১৯ মার্চের ফ্লাইট বাতিল; সেচ্ছায় বাড়ি ফেরা হবেনা প্রবাসীদের
1 min readহেলাল আহমদ:- স্বেচ্ছায় দেশে ফিরতে নাম নিবন্ধনকৃত ৪৭০ জনের ক্লিয়ারেন্স পাওয়ার পর বৈরুত বাংলাদেশ দূতাবাস টিকেট বিতরণ করেছিল।
ইতিমধ্যে ১১,১২,১৩ মার্চের বিভিন্ন ফ্লাইটে কিছু প্রবাসী ফেরত যেতে পারলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দেশে ফেরার জন্যে বুকিং দেয়া ১৯ মার্চের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জরুরী বিজ্ঞপ্তিতে দূতাবাস ফেসবুক পেইজ সহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।
যারা ১৯ মার্চের ফ্লাইটে দেশে ফেরত যাওয়ার টিকেট পেয়েছেন এমন বাতিল হওয়ার পর আবার কবে অর্থাৎ দিন/তারিখ খুব শীঘ্রই জানানো হবে এমনটা জানায়।