হুজুর ছেলে
1 min read
[আব্দুল্লাহ আল নোমান]
❝হুজুর ছেলে সে তো বোকা▪
দেয়না সে কাউকে ধোঁকা।
তাই বলে তুমিই আসল চতুর▪
এরকম মোটেও ভেবো না খোকা।
তুমি তো চতুর দুনিয়ার মাতাল▪
নিজেরও শত্রু সমাজেরও কাল।
হুজুর ছেলে তোমার মতো নয়▪
অন্তরে আছে তাঁর মাওলার ভয়।
তাই তো সে হুজুর সেজে▪
নীরবে আখিরাতের পুঁজি খুঁজে❞
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)
খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ।