সুখের মরণ
1 min read
[ইব্রাহিম হোসেন]
কেউ জানে না আসবে কখন
হঠাৎ কার যে মরণ,
গাফেল হয়ে করছো কেন
নষ্ট তোমার জীবন।
দ্বীন দরদী হয়ে কর
আল্লাহ রাসুল স্বরণ,
তবেই পাবে সুখী জীবন
হবে সুখের মরণ।
দ্বীনের তরে পাঠাইলেন
ঐ বিধাতা মাবুদ,
সুখী জীবন গড়তে কেন
খাওরে তুমি সুদ।
সুদ খাওয়া ঘুষ খাওয়া
হারাম তুমি জানো,
জেনেও কেন ক্ষণিক সুখে
নাহি তাহা মানো।
শক্তি বলে ক্ষমতা বলে
করলে পরের ক্ষতি,
নিজের ক্ষতি আনবে ডেকে
পরকালের প্রতি।
দুই দিনের এই দুনিয়াতে
অর্থ লোভে আপন সবাই,
মরার পরে ক্ষণিক কেঁদে
করবে তোমায় চির বিদায়।
থাকবে না কেউ আপন তোমার
আঁধার কবরে,
স্বজন বন্ধু প্রিয়তমা
ভুলবে চির তরে।
নামাজ পড়, রোজা রাখ
চল সৎ পথে,
সুখের মরণ আসবে তোমার
থাকবে চির সুখে।