করোনাভাইরাস; বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নেই,জনসচেতনতার প্রয়োজন
1 min read
কাকলী আক্তার ।।
করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে ভীত বা আতঙ্কিত হওয়ার কিছু নাই।
কারণ 27°C তাপমাত্রার অধিক হলেই-
করোনাভাইরাস টিকতে ও বাঁচতে পারে না।
বর্তমান সময়ে বাংলাদেশের তাপমাত্রা 28°-35°C পর্যন্ত উঠা নামা করছে।
মূলত;করোনা ভাইরাস অত্যন্ত ভারী প্রকৃতির।আক্রান্ত লোকের হাঁচি কাশির মাধ্যমে তা ছড়ায়।
হাঁচি কাশির মাধ্যমে নির্গত হয়ে তা ভারী হওয়ার কারণে মাটিতে পতিত হয়। বাংলাদেশে আবহাওয়া অতি গরম হওয়ায় মাটি সবসময় উত্তপ্ত থাকে।
তাই উত্তপ্ত মাটিতে করোনাভাইরাস বাঁচতে পারে না।
খেয়াল করে দেখুন, যে সকল অঞ্চলে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে তার সব গুলো অঞ্চলই শীত প্রবণ।
অতএব ভীত নয়; সচেতন হন।
খাবার আগে সবসময় হাত ধৌত করতে হবে, মোসাফাহ করার পর নিজের হাত মুখে লাগানো যাবে না।
সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে।
মূলত- আপনার একটু সচেতনতাই জাতীয় বিপর্যয় থেকে জাতি রক্ষা পেতে পারে। বিষয়টি জনস্বার্থে সবার কাছে পৌঁছে দিন ।