কুলাউড়ায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
1 min readমাহদী হাসান :: “সচেতন হোন, সুস্থ থাকুন” এ স্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরন করলো ব্লাড ডোনেট ফাউন্ডেশন কুলাউড়া।
আজ ১৪ই মার্চ শনিবার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন এর হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কানিহাটি দাখিল মাদ্রাসা ও টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ে প্রচারনা লিপলেট বিতরন করা হয়। উক্ত বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি মোঃ রোকন উজ জামান রনি, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এইচ কে হেলালুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুজ্জামান রায়হান, অন্যতম সেচ্ছাসেবী আব্দুস সামাদ তানভীর সহ প্রমুখ।
এর আগে গতকাল সন্ধ্যায় সহ সভাপতি মোঃ রোকন উজ জামান রনি, সাধারন সম্পাদক এইচ কে হেলালুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ও সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমেদ এর উপস্থিতিতে কটারকোনা বাজার ও পাবই রেলগেইট বাজারে লিপলেট বিতরন করা হয়।
লিফলেটে তিনটি মুল বিষয়ের সার সংক্ষেপ তুলে ধরে বলা হয়- করোনা ভাইরাস ছড়ানো সংক্রান্তে বলা হয় মূলত আক্রান্ত ব্যাক্তির হাঁচি ও কাঁশির ফলে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে ও পশু পাখির মাধ্যমে।
করোনা ভাইরাসের লক্ষণ সংক্রান্তে বলা হয়- সর্দি, কাঁশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ রয়েছে- এখনো এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় তা প্রতিরোধে করনীয়:
সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা। হাত না ধুয়ে চোখ মুখ ও নাক স্পর্শ না করা। বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে না ধরা। মাংস ডিম ভালভাবে রান্না করা।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুজ্জামান রায়হান জানান এই প্রচারনা ক্যাম্পেইনের অংশ হিসেবে কয়েকদিনের মধ্যেই হাজীপুর বাজার, পাইকপাড়া বাজার, কটারকোনা হোসাইনিয়া মাদ্রাসা ও উপজেলার বরমচাল ইউনিয়নের বিভিন্ন স্থানে এই প্রচারনা ক্যাম্পেইন করা হবে।