আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করল সৌদি আরব
1 min read
আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী দু’ সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব।
আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত এ ভাইরাসে ৮৬ জন আক্রান্ত হয়েছেন।
এর আগে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছিল, করোনা আক্রান্ত দেশগুলোতে থাকা সৌদি নাগরিকরা দেশে ফিরতে চাইলে ৭২ ঘণ্টার মধ্যে ফিরতে হবে। নির্ধারিত এ সময়সীমার পর কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না।
করোনা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো ছাড়াও আরো ১২টি দেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। এবার সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো। যাতে অন্য দেশ থেকে করোনা আক্রান্ত কোনো রোগী সৌদিতে প্রবেশ করতে না পারে।
এদিকে, প্রতিবেশী জর্ডানের সঙ্গেও সব ধরনের যাত্রীবাহী পরিবহন যোগাযোগ বাতিল করেছে সৌদি আরব। তবে চালু রয়েছে বাণিজ্যিক ও কার্গো পরিবহন সেবা। এছাড়া আগামী ১১ মার্চ পর্যন্ত সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, কেউ নিজের স্বাস্থ্যগত বা ভ্রমণের বিষয়ে কোনো তথ্য গোপন করলে ৫ লাখ রিয়াল জরিমানা করা হবে।