হিংসুকের জীবনী
1 min read
[ইব্রাহিম হোসেন]
ভালবাসার,ভালোলাগার
ভালো সম্পর্কের শত্রু থাকে অনেক,
আঘাত পাবে কার মনে
কোন কারণে?
বোঝেনা তাদের বিবেক।
এরাই হল মিথ্যাবাদী,
হিংসাবাদী
অর্থলোভী মানব,
অর্থলোভে অর্থলোভীর
নেই সংকোচ, নেই দ্বিধাবোধ
হিংস জাতী দানব।
নয় উপকার
করে অপকার
দেশ জনতার ক্ষতি,
স্বার্থ নিজের সিদ্ধি করে অসহায়দের পেটে
মারে তারা লাথি।
এরাই হল জননেতা, আছে আবার জনপ্রিয়তা
জনদরদী দেশের মাতা,
ভয় থাকে না তাদের মনে, চুরি-ডাকাতি সঙ্গপনে
সবই দেখেন গড বিধাতা।
হিংসা পুষে রাখে মনে, শত্রু ভাবে জনে জনে
থাকে মনে লোভ লালসার রেশ,
মানব নামের দানব হয়ে, হিংস্র পশু বন্য হয়ে
কাটায় জীবন বেশ।
অবেশেষে যায় নিমিষে
স্বর্গ সুখের সুখটা ভবে
থাকে শুধু কষ্ট অনুভূতি,
ভুলটা বোঝে নিজের শেষে, ছটপট করে অনুতাপে
রয়না বাঁচার কোনই গতি।