মিস করি হরদম
1 min readরাসূল সা.-এর শানে এক ফকিরের আকুতি
[লেখক: মহিউদ্দিন আকবর]
সিঃসঙ্গ নীলাকাশ যেভাবে মিস করে দীপ্ত বালার্ক,
চাঁদও দেখি মিস করে সুকোমল জোসনা-আলোক।
অবারিত জলরাশি মিস করে উত্তাল ঊর্মিমালা,
‘চির উন্নত শির’ পাহাড়েরা মিস করে ঝর্ণাধারা।
সবুজ-শ্যামল মাঠ মিস করে বৃষ্টির স্নিগ্ধ পরশ,
সাতরঙ ফুলগুলো প্রতিরোজ মিস করে মধুর সুবাস।
বর্ণিল রঙধনু মিস করে দুর্লভ রঙের বাহার
কস্তুরি মিস করে চঞ্চল সুনয়না চিত্রা-হরিণ
ঝাঁক বাঁধা মাছগুলো মিস করে পেরেশান ক্ষিপ্র ভোঁদর
কাশবন মিস করে দিগন্তে ছুটে চলা দামাল বাতাস
পূর্ণিমা মিস করে নীলাম্বরের কোটি তারাদের ঝাঁক
ক্ষুত-পিপাসায় কেউ মিস করে সুস্বাদু খাবার।
আমি ঠিক তেমনি করেই মিস করি, প্রিয়তম!
মিস করি তোমার জ্যোতি, মিস করি-
ভালোবাসা, মিস করি দরুদের রুহানী ফায়েজ।
তবু আশাহত ভাষাহারা হইনি আজও,
ফিরে দেখি বার বার ‘সবুজ মিনার’-
আত্মাকে সপে দিয়ে দূর মদীনায়,
কায়াটাই পড়ে থাকে ফকিরী-ডেরায়।