নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ও গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
1 min readশাহেদ হোসাইন মুবিন, কক্সবাজার প্রতিনিধি।
উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তার মর্জু, সহকারী কমিশনার ভূমি আমিমুল এহসান খান রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মিলন বড়ুয়া, উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার অন্তর্গত ৫ ইউনিয়নের ইউপি সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থী বৃন্দ।