দুবাই প্রবাসী ও আগামীর ৭নং ইউপির কাণ্ডারী বাবুল রানার জন্মদিন পালন
1 min readফয়ছল কাদির, সিলেট জেলা প্রতিনিধি : আজ সন্ধ্যায় কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারসহ বিভিন্ন জায়গায় সাবেক ছাত্রলীগ নেতা ও ৭ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুবাই প্রবাসী বাবুল রানার জন্মবার্ষিকী পালন করা হয় ।
গাছবাড়ি বাজারে জন্মবার্ষিকী পালনে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী যুবলীগ নেতা রহিম চৌধুরী, ছাত্রলীগ নেতা জামিল আহমদ, হুমায়ুন রশীদ পায়েল, নাঈম আহমেদ, হাবিব আহমেদ, সেলিম আহমেদ, একে তাওহীদ, নাহিয়ান নিমন, মুরসালিন, রুবেল, এনাম, এমরান ও শাকিল আহমেদ আরো নাম অজানা অনেক ছাত্রলীগ নেতা কর্মী প্রমুখ ।