দিল্লির ক্ষতিগ্রস্থদের এক কোটি টাকা দিচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ
1 min readআবদুল্লাহ তামিম।।
ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ পূর্ব দিল্লিতে দাঙ্গায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের বাড়িঘর স্থাপন ও চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১ কোটি টাকা টাকা দেয়ার ঘোষণা দিয়েছে।
ভারত ভিত্তিক শাহিয়াওয়াল টিভি জানায়, এ বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দ-এর সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী বলেন, শিববিহারে দাঙ্গায় ধ্বংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে, ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা অনেক বেশি। ধ্বংস হওয়া সমস্ত ঘরবাড়ি, খুচরা ব্যবসায়ী ও মসজিদগুলো পূণনির্মাণ করতে আমরা প্রথমিকভাবে এক কোটি টাকা ব্যয় করার ঘোষণা দিয়েছি।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তায় জায়গায় জায়গায় জমিয়তকর্মীরা কাজ করছে। অন্যদিকে আমরা আইনীভাবে দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের হয়ে লড়তে প্রস্তুতি গ্রহণ করছি। আমরা অচিরেই বিচারের দাবিতে কর্মসূচী ঘোষণা করবো।
জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় প্রাথমিকভাবে ভেঙ্গে ফেলা মসজিদগুলোতে নামাজে জুমার আয়োজন করা হয়েছিল। ক্ষতিগ্রস্থ মানুষরাও মাথা গুজার ঠাঁই পেয়েছে। আমরা আস্তে আস্তে তাদের সহায়তার মাধ্যমে ঘরবাড়িগুলো ঠিক করার ব্যবস্থা গ্রহণ করছি।
শাহিওয়াল টিভি দিল্লি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ