ছেলের জন্য সিলেটের রাস্তায় ঘুরে ঘুরে বাবা-মায়ের কান্না; ১২ দিন ধরে ছেলেটি নিখোঁজ
1 min readএম এবাদুর রহমান খান।।
মায়ের দুই হাতে ছেলের দুটি ছবি! আর বাবার হাতে লিফলেট, লিফলেটে ছেলে নিখোঁজের সংবাদ,ছেলের নাম সাইফুল ইসলাম মুসা,১২ বছরের এই ছেলেটি গত ৬ মার্চ ছাতক থেকে হারিয়ে গেছে,
ছেলে নিখোঁজের পর থেকেই পাগল প্রায় বাবা-মা ছেলের সন্ধানে সড়কে সড়কে ঘুরে কান্না করে বেড়াচ্ছেন তারা,সড়কে যাকে পাচ্ছেন তার কাছেই ছেলের সন্ধান কামনায় অনুনয় করছেন।
আনছার আলীর ছেলে মুসা গত ৬ মার্চ বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছাতক উপজেলার ইসলামী ইনস্টিটিউটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়!
গত বৃহস্পতিবার একটি কাজে তাকে বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ নেই, অনেক জায়গায় তার খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি,
কোন সন্ধান পেলে এই নাম্বারে জানাবেন,01713374419 দোয়া করি আল্লাহ তায়ালা এই বাচ্চাটাকে তার মা-বাবার কাছে সুস্থ অবস্থায় পৌঁছে, আমীন।