আল্লাহর সাহায্য ছাড়া মহামারী থেকে রেহাই পাওয়া যায় না; নূর হুসাইন ক্বাসেমী
1 min read
বায়তুল মোকাররম চত্তরে বিশেষ দোয়া অনুষ্ঠিত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, করোনা ভাইরাস একটা মহামারী, আর এ সব মহামারী আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা মূলক ভাবে এসে থাকে। এ সময় ধৈর্য হারালে চলবে না। এ সময় বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহর সাহায্য ছাড়া মহামারী থেকে রেহাই পাওয়া যায়না। সুতরাং বেশিকরে আল্লাহর এবাদতে নিমগ্ন থাকতে হবে। খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে।
আল্লামা কাসেমী আজ ১৩ মার্চ শুক্রবার বাদ আসর বায়তুল মোকাররম চত্বরে এক বিশেষ মোনাজাত পূর্ব সংকিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে জাতির হেফাজতের লক্ষ্যে মহান আল্লাহর সাহায্য কামনা করে আজ (১৩ মার্চ) শুক্রবার দেশব্যাপী বিশেষ দোয়া-মুনাজাতের কর্মসূচী পালন করে সমমনা ইসলামী দলসমূহ।
বাযতুল মোকাররমের দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী।