আদর্শ বউ হতে চাই
1 min read[আব্দুল্লাহ আল নোমান]
বাপ-মা ছেড়ে এলাম মা’গো
তোমার সংসারে,
নিজের মেয়ে ভেবে মা’গো
আদর দিও মোরে।
তোমার ছেলের বউ ভেবোনা
ভেবো নিজের মেয়ে,
ভুল ত্রুটি করলে মা’গো
নিও তুমি সয়ে।
করবো তোমার সেবা আমি
আপন মায়ের মতো,
মনের দুঃখ বলবো তোমায়
জমা আছে যতো।
অযু গোসল সব করিয়ে
কাপড় কেঁচে দিব,
বিনিময়ে তোমার কাছে
দোয়া শুধু নিবো।
তোমার মাথায় তৈল মাখাবো
মালিশ করবো গায়,
তোমার সেবা করবো মাগো
জান্নাত যেনো পায়।
দ্বীনের কাজে করলে ত্রুটি
শাসন করো তবে,
মোদের গুনাহ করবেন মাফ
আল্লাহ খুশি হবে।
লাল শাড়িতে এলাম মা’গো
তোমার ছেলের ঘরে,
শেষ বিদায় হয় যেনো মা
সাদা কাফন পরে।
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)