ফুলবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
1 min readমাহফুজার রহমান মাহফুজ।। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি কাগজে-কলমে আছে, দখলে নেই!কোলম মতি শিক্ষার্থীরা বঞ্চিত লেখা পড়ার সুন্দর পরিবেশ হতে।নেই খেলার মাঠ ও চলাচলের প্রশস্ত রাস্তা ।অথচ বিদ্যালয়ের জমির দলিল মোতাবেক বেশির ভাগ জমিই বেদখল হয়ে আছে। বেদখল হওয়া জমি উদ্ধারে প্রয়োজন যথাযথ পদক্ষেপ।
সেই প্রত্যাশায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর বড়লই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধারের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী,শিক্ষক -শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঁঙ্গনে অনু্ষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক, কল্পনা রাণী রায়,সহকারী শিক্ষক,শিপুল হক ব্যাপারী,অভিভাবক,এরশাদুল হক। তারা বলেন- দলিল মোতাবেক বিদ্যালয়টির মোট জমি ৫৭ শতক হলেও বর্তমানে বিদ্যালয়ের দখলে আছে মাত্র ২৩ শতক। বাকি জমি বেদখল অবস্হায় আছে। বেদখল হওয়া জমি উদ্ধারে যথাযথ ব্যবস্হা গ্রহনের দাবি জানান বক্তাগন