দলইরগাঁও মাদরাসার বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত
1 min readজাহিদ হাসান ইমাদ।।
কোম্পানিগন্জ থানার একমাত্র টাইটেল মাদ্রাসা,মানযারুল ইসলাম দারুল হাদীস দলইরগাঁও এর আল- মানযারুল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত তাকমীল ফিল হাদীস মাস্টার্স সমাপনকারী ১৪৪১ হি. ২০২০ ঈসায়ী সনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় মাদ্রাসার মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন বিদায়ী ছাত্র হা. আলী হুসাইন।পরিচালনা করেন ফযিলত ২য় বর্ষের শিক্ষার্থী হা. সিদ্দিক আহমেদ। বিদায়ী সংগীত পরিবেশন করেন জামেয়ার ছাত্র নুরুল আমিন।
আল-মানযার ছাত্র সংসদের পক্ষ থেকে বিদায়ী ভাইদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ফযিলত ২য় বর্ষের শিক্ষার্থী হা. মাজহারুল ইসলাম সে তার বক্তব্যে বলে আমরা এক সাথে দীর্ঘ কয়েক বছর লেখা – পড়া করেছি,আজ আমাদেরকে ছেড়ে তোমরা চলে যাচ্ছো।মন থেকে বিদায় দেওয়ার সাহস আমাদের নেই; শুধুমাত্র সাময়িক চুখের আড়ালের জন্যই আজকের আয়োজন ।মোহতারাম ভাইসব চলার পথে একে অপরের সাথে ভুল হতেই পারে,তোরমা আমাদের ক্ষমা করে দিও,আমরা তোমাদের মাফ করে দিয়েছি।
বিদায়ী কাফেলার পক্ষ থেকে অশ্রুঝরা বিদায়ী বক্তব্য প্রদান করেন তাকমিল ফিল হাদীসের শিক্ষার্থী আবুসুফিয়ান নাসির, বিদায়ীর্থী নাসির তার বক্তব্যে বলেন আমরা এই কাফেলা দীর্ঘদিন পর্যন্ত একসাথে পড়াশোনা ওঠাবসা করেছি। আজ বহু কথা বলার ইচ্ছে ছিলো লেকিন তোমাদের দিকে তাকিয়ে আমার চুখের জ্বল আটকাতে পারছিনা।স্মৃতির ক্যাম্ভাসে অনেক কিছু ভাসছে,তোমরা আমাদের ক্ষমা করে দিও,দুআ করিও মোদের কল্যাণের তরে।
প্রদান অতিথির বক্তব্য প্রদান করেন জামেয়ার স্বনামধন্য শিক্ষা-সচিব হা.মাও. মাহমুদুল হাসান কোম্পানিগঞ্জী। প্রধানঅতিথি তাঁর বক্তব্যে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বলেন তোমরা মাদ্রাসা ও আসাতিযায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবে,তাহলে তোমরা কখনো বিফল হবেনা ইনশাআল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামেয়ার স্বনামধন্য শাইখুল হাদীস মাওলানা মুফতি সানাওয়ার আলী বিশনাথী হুজুর তাঁর বক্তব্যে বিদায়ী ছাত্রের তাকওয়ার উপর চলার জোর তাগিদ দিয়ে বলেন তোমারা সর্বদা রব্বে কারীমকে ভয় করবে,তাকওয়ার এই আমল যদি তোমরা সর্বদা করতে পারো, রব্বে কা’বা তোমাদের মাকাম উঁচু করে দিবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন
জামেয়ার স্বনামধন্য মুহাদ্দিস রাহবারে দলইর গ্রামী মাও.ক্বারী আব্দুল গণি সাহেব আরো বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন জামেয়ার স্বনামধন্য মুহাদ্দিস ও আল- মানযার ছাত্র সংসদের সভাপতি মুফতি মাও. আব্দুস শহিদ সাহেব দলইরগ্রামী তিনি তার বক্তব্যে বলেন হে প্রিয় বিদায়ী কাফেলা! আজ থেকে তোমাদের রেওয়াজী ছাত্র জীবনের সমাপ্ত, আমার একটি কথা মনযোগ দিয়ে শুনো তোমরা কর্মজীবনে মসজিদে অথবা মাদ্রাসায় থাকো সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবে। বিশেষ অতিথি মাও. ফয়েজ উদ্দিন সাহেব।
বিদায়ী ছাত্রদের সংবর্ধনা (ক্রেস্ট) করেন জামেয়ার স্বনামধন্য প্রবীণ মুহাদ্দিস, সহ-কারী শিক্ষা সচিব ও দলইর গাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব হা.মাও.জাকারিয়া সাহেব ফতেহপুরী , মাহমুদুল হাসান সাহেব,মাও. রুহুল আমিন সাহেব, মাও. জামাল উদ্দিন সাহেব,হিফয শাখার প্রদান উস্তায হাফিজ মাওলানা মাহমুদুল হাসান তালবাড়ী,নুরানি শাখার প্রদান উস্তায মাওলানা আমির হুসাইন সুনামগঞ্জী, হা. জয়নাল আবেদীন সাহেব, মাও. হাবিবুর রহমান সাহেব, মাস্টার ইসলাম উদ্দিন সাহেব, মাও. আবদুল আজিজ সাহেব।
পরিশেষে জামেয়ার স্বনামধন্য শায়খুল হাদীস বিশনাথী হুজুরের নসিহত ও দুআর মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।