কালিমার শ্বাস
1 min read
[ইব্রাহিম হোসেন]
ধন্য হয়েছি ভবে ধন্য আমি, মুসলিম এক নারী মা জননী,
দ্বীন ইসলাম যে ধর্ম আমার, নবীর উম্মত হয়ে পূর্ণ আমি।
আয়না ছুটে আয়, আয়না মু’মিন, ডাক দিয়েছেন রাব্বুল আলামিন,
কোরানের বাণীতে বলেন আল্লাহ, রাসূলের অনুসারী হওরে মুমিন।
সততার পথে মোরা গড়বো জীবন, আসলে আসুক না এ পথে মরণ,
রাসূল মোদের যে প্রাণের প্রিয়, তাঁর পথে মরলে শহিদী মরণ।
দ্বীনের পথে মোরা অটল রব, মিথ্যাকে দু’পায়ে দলেই যাব,
কালিমার পতাকা ঐ আকাশে, বীরের বেশে মোরা উড়িয়ে দেব।
মুনাফিক, ইবলিশ, বেইমান দল, হুঁশিয়ার সাবধান সততাই বল,
চলরে মুমিন চল দল বেঁধে চল, আল্লাহ রাসূলের পথই বাহুবল।
ঈমান নিয়ে মোরা কাটাবো জীবন, আল্লাহ মোদের আছেন আপন এক জন,
সৎ পথে আসবেই নানান বাঁধা, দু’পায়ে দলে বাধা করবো ভ্রমণ ।
ভয় নাই, ডর নাই, নাই উৎপাত, সততায় মিথ্যা হবে কুপোকাত,
সে পথের রশি ধরে চলবো মোরা, পাবই জীবনে আলোকিত প্রভাত।
মুসলিম পরিবারে জন্মে মোরা, শিশুকালে শুনেছি কালিমা জোড়া,
আল্লাহ ছাড়া ভবে নাই কোন ইলাহ, নাই কেউ কান্ডারী রাসূল ছাড়া।
জন্মিলে মরিব আছে বিশ্বাস, কবে জানি বেরুবে শেষ নিঃশ্বাস,
একদিন হয়ে যাবে এ জীবন নাশ, মরণেও থাকবে কালিমার শ্বাস।