আমাদের এই দেশ
1 min read
[আহমদ উসমান]
কৃষকের এই দেশ
এই দেশ শ্রমিকের,
শহীদের এই দেশ
এই দেশ গাজীদের।
চাষাদের এই দেশ
এই দেশ জেলেদের,
কামারের এই দেশ
এই দেশ কুমোরের।
এই দেশ শালিকের
দোয়েলের কোকিলের,
এই দেশ পাহাড়ের
আম জাম কাঠালের।
এই দেশ গুনিদের
কবিদের লেখকের,
এই দেশ আমাদের
এই দেশ তোমাদের।
লেখক: আহমদ উসমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)