গোয়াইনঘাটে নূরানী মাদরাসা এণ্ড স্কুলের শুভ উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: ১১ মার্চ (বুধবার) সকাল ৯ ঘটিকার সময় গোয়াইনঘাট উপজেলার উপর সাতাইন নূরানী মাদরাসা এন্ড স্কুলের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে।
এসময় ভাইস চেয়ারম্যান কয়েছ বলেন- আমরা শিক্ষার মানোন্নয়ন করতে হবে। এব্যাপারে সবাই নিজ নিজ স্থান থেকে সহায়তা করতে হবে। সু শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আমরা সু শিক্ষা বিস্তারে আমাদের যা যা করণীয় সব করতে হবে। আগামী প্রজন্মদেরকে সু শিক্ষায় গড়ে তোলতে হবে৷
দোয়া মাহফিলে মুনাজাত করেন সাতাইন মাদরাসার মুহতামিম মাওলানা মুদ্দাসিসর আলী।