“মা” আমার “মা”
1 min read
[আব্দুল্লাহ আল নোমান]
“মা কথাটি ছোট্ট শব্দের
বিশাল বর্ণনা।
“মা যার নাই সেইতো বুঝে
মা হারানোর যাতনা।
“আল্লাহ তায়ালা এতো রহম
দিলেন সকল মায়ের দিলে।
“সন্তানের কোন কষ্ট হলে
দ্বিগুন ব্যাথা মা’কে মিলে।
“মা ছাড়া এই পৃথিবীটা
বড়ই স্বার্থপর।
“দুনিয়ার সব কষ্ট ভুলি
পেলে মায়ের আদর।
“ঘরে যদি না থাকে মা আমার
পৃথিবীটা ফাকা হয়ে যায়।
“মা যেনো তাঁর আচলতলে
সবকিছুই বেঁধে নিয়ে যায়।
“মা ছাড়া মোর কাটে না ভালো
একটি দিন রাত।
“একবার যদি ‘মা’ বলে ডাকি
ভুলে যান সব আঘাত।
“মা যে আমার মাথার উপর
বিশালতার আকাশ।
“মা ছাড়া বল কেমনে থাকি
তিনিই যে আমার নিশ্বাস।
লেখক: আব্দুল্লাহ আল নোমান
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)