তামাবিল স্থলবন্দরে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
1 min readসীমান্ত ডেস্ক :: ১১ মার্চ (বুধবার) দুপুর ১২ ঘটিকায় তামাবিল স্থলবন্দরে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত কয়লাবাহী ট্রাক এবং ভারত ভ্রমণশেষে দেশী পর্যটকরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে, ট্রাক চালকসহ তার সহযোগীরা এবং পর্যটকরা করোনাভাইরাস বহন করতে না পারে সেজন্য মেডিকেল চেক আপ ছাড়া যাতে কেউ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে ক্যাম্পেইনে গুরুত্বারোপ করা হয় এবং অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও প্রশাসনের উপস্থিতিতে ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিকেল টিমের সদস্যরা। মেডিকেল চেক আপের জন্য ডাক্তাররা যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য একটি কক্ষের ব্যবস্থা করে দেয়া হয় এবং আরো ডাক্তারের ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সিভিল সার্জনের সাথে আলাপ করেন। গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ বলেন যে, আশাকরি সহসাই আরো মেডিকেল টিম বাড়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, বিজিবি অফিসার, ইমিগ্রেশন অফিসার, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কয়লা আমদানি রফতানিকারক গ্রুপের প্রতিনিধি জালাল উদ্দিন, সাংবাদিক মিনহাজ উদ্দিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ।