ডক্টর আ.ফ.ম খালেদের পিতার ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক প্রকাশ
1 min readহাটহাজারী প্রতিনিধি।।
চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক মাওলানা ড. আ.ফ.ম.খালিদ হোসাইনের পিতা মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
১১ ই মার্চ বুধবার সংবাদমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন,মাওলানা হাবিবুল্লাহ রহ. একজন গুণী মানুষ ছিলেন। চট্টগ্রাম সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার মুহতামিম ছিলেন তিনি। এছাড়াও তিনি চট্টগ্রামের একাধিক মাদরাসার উপদেষ্টা সদস্য ছিলেন। একজন হোমিওপ্যাথী ডাক্তার হিসেবেও তাঁর ছিলো যথেষ্ট সুনাম। আমরণ তিনি দ্বীনের বহুমুখী খিদমাত আঞ্জাম দিয়েছেন। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন,মাওলানা হাবিবুল্লাহ রহ এর সাথে আমার সু-সম্পর্ক ছিলো। তিনি আমাকে খুব বেশি মুহাব্বাত করতেন। আমার স্বরচিত বই ” মীলাদ-কিয়াম ও সুন্নাত বিদআত “প্রকাশিত হওয়ার পর তিনি বইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আমার ওয়াজ-নসিহতেরও খুব ভক্ত ছিলেন।
আল্লামা বাবুনগরী বলেন,মাওলানা হাবিবুল্লাহ রহ একজন গর্বিত পিতা।মৃত্যুকালে তিনি অসংখ্য ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে তাঁর সন্তানরাও সুযোগ্য আলেম হয়ে দ্বীন ও ইসলামের খেদমত করে যাচ্ছেন। তাঁর সন্তানদেরও রয়েছে ব্যাপক সুখ্যাতি ও পরিচিতি।
মাওলানা হাবিবুল্লাহর এক সন্তান সন্তান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন বাংলাদেশের পরিচিত একজন ইসলামিক আলোচক এবং লেখক-গবেষক। ওয়াজের ময়দানে রয়েছে তাঁর প্রশংসনীয় পদচারণা। তিনি চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ছিলেন।
তিনি মাসিক আত-তাওহীদের সম্পাদনার গুরু দায়িত্ব পালন সহ জাতীয় দৈনিকে নিয়মিত ইসলাম ও মুসলমানের পক্ষে লিখে যাচ্ছেন।
অপর সন্তান আলেম মাওলানা জাহেদ হোসাইন। তিনি অত্যন্ত দক্ষ একজন আলেম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের শিক্ষক ও বিশেষ সচিব হিসেবে ছিলেন। জামিয়া ইসলামীয়া লাহোর পাকিস্তানে শিক্ষকতা করেছেন। আর এক সন্তান হাফেজ সাদেক হোসাইন তিনি সৌদি দূতাবাসে চাকরী করেন।
মাওলানা হাবিবুল্লাহ রহ. তাঁর রেখে যাওয়া যোগ্য সন্তানদের কারণে মরেও অমর হয়ে থাকবেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন,এবং তাঁর সন্তানদেরকে আরো বেশি গবেষনামূলক দ্বীনের খিদমাত করার তাওফীক দান করুন,আমিন।