করোনার বীণ
1 min read[ইব্রাহিম হোসেন]
আল্লাহ মহা জ্ঞানী আর
তিনিই মহা কবি ,
কোরান পড়ে দেখোনা
বোঝবে তুমি সবি ।
তাঁর সৃষ্টি অল্প জ্ঞানেই
কবি, মহা কবি,
খোদার কোরান দেয় প্রমাণ
আল্লাহ জানেন সবি ।
জজ,ব্যারিস্টার,মহাজ্ঞানী
বড় ইঞ্জিনিয়ার,
কেউ হবে না তাঁর সমমান
সব গুণগান তাঁর।
লেখক, কবি, সাহিত্যিক
যত আছে ভবে ,
তারই দেওয়া জ্ঞান বিবেকে
চলছে তারা সবে ।
খোদার দেওয়া বুদ্ধি নিয়ে
কর আকাশ ভ্রমণ,
তার সাথে পাল্লা দিলেই
হবে কঠিন মরণ ।
নমরুদ-ফেরাউন পাল্লা দিল
আরো দিল চীন ,
খোদার গজব নাজিল হল
বাজলো করোনার বীণ ।