নবীগঞ্জে আইপিএম স্কুল এর প্রশিক্ষণ শুরু
1 min readআশাহীদ আলী আশা।।
আধুনিক প্রযুক্তির মাধ্যম কৃষক পর্যায়ে উন্নতমানের ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে নবীগঞ্জ উপজেলার ‘৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের’ নিজ-আগনা গ্রামে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবীগঞ্জের পক্ষ থেকে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার নিজ-আগনা গ্রামে আইপিএম প্রশিক্ষণ স্কুল এর মাধ্যমে কৃষকদের সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নবীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা।
আইপিএম প্রশিক্ষণ স্কুল এর আগনা কেন্দ্রে কাজ করতেছেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আইপিএম প্রশিক্ষক, অলক কুমার চন্দ। উপ সহকারী কৃষি কর্মকর্তা ট্যাক অফিসার মোঃ সুজন ইসলাম ও নবীগঞ্জ ৮নং সদর ইউপির উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ মাহবুব আলম।
সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব কৃষি ও নিরাপদ খাদ্যের জন্য গ্রামের কৃষকদের সচেতনতামূলক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। এতে করে কৃষকরা রাসায়নিক ইউরিয়া ও কীটনাশক, বিষ ব্যবহার ছাড়া স্বল্প খরচে উন্নত মানের ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে।
জৈবিক ব্যবস্থাপনা, বালাইনাশকের যুক্তিসংগত ব্যবহার, নিয়মিত ফল ক্ষেত পরিদর্শন,আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাটি সুধন,বিষ সুধন,অপকারী পোকা দমন এবং উপকারী পোকা সংরক্ষণ সহ বিভিন্ন ফর্মোলা ব্যবহার করে উন্নত মানের ও স্বাস্থ্য সম্মত ফসল উৎপাদন করার পদ্ধতি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের কৃষি মাঠ “আগনা” স্কুল আইপিএম কৃষি কর্মকর্তারা।
প্রশিক্ষনার্থী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব ‘আইপিএম স্কুল এর প্রশিক্ষণের দ্বারা অনেক উপকার হচ্ছে। স্বল্প খরচে অধিক ফসল ও পোকা মাকড় হতে ফসল সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন ধারণা পাচ্ছেন তারা। এতে করে বিষমুক্ত ফসল বাজার জাত করতে পারবেন বলে জানিয়েছেন কৃষকরা।
এ বিষয়ে আইপিএম স্কুল কর্মকর্তাদের সাথে কথা হলে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর একটি পরিবেশ বান্ধব আইপিএম প্রশিক্ষণ স্কুল। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সচেতন করে গড়ে তোলা, কৃষি কাজ সম্পর্কে সঠিক ফর্মোলা এবং স্বল্প খরচে অধিক পরিমাণে ফসল উৎপাদন করে কৃষকদের স্বাবলম্বি করে গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান,গম,ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ সম্পর্কে সঠিক জ্ঞানদান করাই হচ্ছে আইপিএম স্কুল এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।