জটিল রুগে আক্রান্ত সায়েল আহমেদ; সহযোগিতায় বিত্তবানরা এগিয়ে আসুন
1 min readমো: আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি সিলেট :- সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের মাছ ব্যবসায়ী মো:সায়েল আহমেদ জটিল রুগে আক্রান্ত।
সে বর্তমানে ঢাকা মেটিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসার জন্য প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন । সায়েলের বাবার এক হাত অলস এক হাত দিয়ে কাজ করে পরিবার চালান সায়েল পরিবারের বড় ছেলে তার ৩ ছেলে ২ মেয়ে,, তার ছয় ভাই সকলেই বেকার আর দিনমজুর মাছ ব্যবসায়ী তাদের এতো টাকা মেনেজ করা তাদের পক্ষে অসম্ভব ও কষ্ট কর এই করুন অবস্থায় ভেঙ্গে পড়েছেন তাদের পরিবারের সকল কিন্তু কিছুই করতে পারছেননা। এই অবস্থা বাস্তবে সহ্য করার মত নয়।
আমাদের এলাকার প্রবাসী ভাইসব সহ দেশ বিদেশের সবার কাছে আকুল আবেদন,
আসুন সবাই মিলে এই অসহায় যুবকের পাশে দাঁড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেই। বাবা-মায়ের বুকের ধন কে বাচাঁতে এগিয়ে আসি।
অসুস্থ সায়েল সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের আব্দুল হক ( হাতবাংরার) ছেলে।
সবাই সাধ্যমত তার সহযোগিতার জন্য হাতকে প্রসারিত করি।
নিউজটি শেয়ার এবং কপি করে মানুষের কাছে সহযোগিতার আবেদনটি পৌছিয়ে দেই।
সহযোগিতায় যোগাযোগ করুন সায়েলের ভাই আফজল আহমেদ ০১৭৪১৪১০৬৫২।
বিকাশ :০১৭৩০৯৯৪৫২৭( পার্সোনাল)
মো: আব্দুল্লাহ, ব্যবসায়ী