কাকলী! তুমিই ধন্য
1 min read
[ইব্রাহিম হোসেন]
ও ককলী! তোমায় বলি
নও তো তুমি মেয়ে,
বাবা মায়ের সোনার খনি
এলে জন্ম নিয়ে ।
গুণবতী, পূণ্যবতী
ধন্য মায়ের কোল ,
যেই কোলেতে কাকলী তুমি
খেয়েছ কত দোল !
তোমার মত নারীর জন্ম
হয় না সবার কোলে,
দুঃখ লাগে কেউ যখন
নারী অবলা বলে ।
নয় কখনো, জেনে নিও
নারী অবলা ভবে,
তোমার মত নারীর পুনঃ
জন্ম কবে হবে ?
ধন্য তোমার মা ও বাবা
ধন্য তোমার জীবন,
আরো ধন্য সিলেট বাসীর
হাজার জনগণ ।
তোমার মত নারী যেন
হয় সকলের ঘরে ,
যার হৃদয় কেঁদে উঠে শুধু
আল্লাহ পাকের ডরে ।
ও কাকলী ! দু’হাত তুলি
খোদার দ্বারে আমি ,
ঘরে ঘরে মায়ের কোলে
নাও গো জন্ম তুমি ।