শাহ্ জালাল প্রবাসী সংগঠন লেবাননের সাইদা শাখার মাসিক সভা অনুষ্ঠিত
1 min readহেলাল আহমদ :: শাহ্ জালাল প্রবাসী সংগঠন লেবাননের, ৮ই মার্চ,২০২০ ইংরেজী,রোজ রবি বার, সাইদা শাখার মাসিক সভা আব্দুস শুকুর’র কর্ম স্হলে অনুষ্ঠিত হয়েছে।
সাইদা শাখার সভাপতি মো আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে।
প্রধান অতিথি ছিলেন,সাঈদা শাখার(ভারপ্রাপ্ত)প্রধান উপদেষ্টা সাহিন মিয়া,
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা মোঃসাইদুল ইসলাম,মোঃ ববাবুল মিয়া, উপদেষ্টা হাফিজ আব্দুল আলী,মোঃফারুক মিয়া, সাইদা শাখা কমিটির সভাপতি আবদুস শুকুর ,সাইদা শাখার সহ সভাপতি,ইমন আহমদ হাছান,। সাধারণ সম্পাদক সালমান আহমদ,সহ সাধারন সম্পাদক জাবের আহমদ।, সাংবাদিক হেলাল আহমদ,সাইদা শাখার সংঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া,
বক্তব্য রাখেন,সাঈদা শাখার অথ সম্পাদক, মোঃ শানুর মিয়া,সহ অথ সম্পাদক মোঃ রুশন মিয়া
,সাইদা শাখার(ভারপ্রাপ্ত)প্রচার সম্পাদক,জসিম উদ্দীন,সহ প্রচার সম্পাদক,মোঃ এপলু মিয়া,
সদস্য,মোঃরুকন মিয়া,মোঃ রুমেল মিয়া,মিজানুর রহমান,মোঃআকতার উদ্দীন,জাবের মিয়া, সহ আরো অন্যান্যরা।। অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরআন তেলায়ত করেন,মোঃশানূর মিয়া।
নেতৃবৃন্দ বলেন, প্রবাসের মাটিতে মিলে মিশে থাকা খুবি প্রয়োজন। একে অপরের সাথে ভাতৃত্বে বন্ধন দৃঢ় রাখাই এই সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য।
এসময় শাহ্ জালাল প্রবাসী সংগঠন লেবাননের সাইদা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।