ফুলবাড়ীতে (জম্স) মডিউল বিষয়ক ৪ দিন ব্যাপি শিক্ষকগণের প্রশিক্ষণ (২য় পর্যায়) শুরু
1 min readমাহফুজার রহমান মাহফুজ।।
“নারীর ভবিষ্যৎ করতে জয় শিশু বিয়ে আর নয়”- এই শ্লোগানে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুইটি মুভমেন্ড মডিউল বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ সভা সোমবার সকাল ৯ টায় ফুলবাড়ী গ্রান্ড হোটেল হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়ন বিন্ডিং বেটার ফিউচার গাল্স (বিবিএফজি) প্রকল্পের শিক্ষক প্রশিক্ষণ সভার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। উপস্হিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন। আরাে উপস্থিত ছিলেন বিবিএফজি প্রকল্পের সমন্বয় মোঃ আব্দুল্লাহ আল মামুন, আরডিআরএস বাংলাদেশ-এর ঝরনা বেগম, উপজেলা বিবিএফজি প্রজেক্ট এর সমন্বয়ক ফুলবাড়ী, কুড়িগ্রাম, টেকনিক্যাল অফিসার সাইদুল ইসলাম, হাফ্সা বেগম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হাসান সরকার লিটু প্রমুখ। বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট উপজেলায় এই কর্মসূচী চলমান রয়েছে। বাকী ৭টি উপজেলায় এই কর্মসূচী দেওয়া হলে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ জেন্ডার ইক্যুাইটি মুভমন্ড (জম্স) মডিউল বাস্তবায়ন করা শতভাগ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।