“ফাতেহা” রোগ মুক্তির ছোঁয়া
1 min read[কাকলী আক্তার মৌ]
করোনাভাইরাস নিয়ে এত ভীতির কিছু নাই-
আল্লাহকে স্মরণ কর,শান্তি পাবে ভাই।
রোগ দিয়েছেন যেই সত্তা, স্রষ্টা তোমার যিনি-
রোগ মুক্তির কারণ হয়ে সেফা দিবেন তিনি।
আল কোরআনে;এমন এমন সূরা আছে দেয়া-
পাঠ করলেই হয়ে যাবে রোগ মুক্তির খেয়া।
তাহার মধ্যে অন্যতম ফাতিহা নামের দোয়া-
যাহা পাঠে পেয়ে যাবে রোগ মুক্তির ছোঁয়া।
তবে কেন মনের মধ্যে এত ভীতি ভয়-
রোগের কথা ভেবে ভেবে,দেহ করছ ক্ষয়।
ভীত যদি হতেই হয়,স্রষ্ঠা প্রেমে হও,
যিকির তপে,অশ্রু ফেলে,মনের কথা কও।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)
অসাধারণ কবিতা।
সূরা ফাতিহা রোগ মুক্তির দোয়া।
এইবসূরার সাতট আছে।
তার মধ্যে এটা একটা।