রাজনগর বইমেলা “৯ই মার্চ সোমবার”
1 min readমৌলভীবাজার জেলা প্রতিনিধি।।
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে বইমেলা ৯ই মার্চ সোমবার।
রাজনগর সাহিত্য ফোরামের উদ্যোগে, ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলা থাকবে দুপুর ২.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত।
রাজনগর উপজেলায় এই প্রথম বইমেলার আয়োজন করা হয়েছে।
“রাজনগরে অনেক বইপ্রেমি আছেন,ভালো বই হাতের নাগালে পাচ্ছেনা। তাদের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান, রাজনগর সাহিত্য ফোরামের একজন সদস্য।”
বইমেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ হচ্ছেন,
-প্রধান অতিথি
জনাব দেওয়ান খাইরুল মজিদ (ছালেক) সাহেব, চেয়ারম্যান -৫ং রাজনগর ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথিবৃন্দ-
-জনাব শেখ সিরাজুল ইসলাম সিরাজ
সম্পাদক ও প্রকাশক দৈনিক মৌমাছি কন্ঠ ও যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাব।
-জনাব মাও. আহমদ বেলাল,
সাবেক ভাইস চেয়ারম্যান, রাজনগর উপজেলা।
-মাওঃ আব্দুর রহমান সোহেল,
সাধারন সম্পাদক রাজনগর প্রেসক্লাব