টিলাগড় মসজিদ থেকে বাইসাইকেল চুরি
1 min readমোছাব্বি মাশরাফি :: আজ ৮ই মার্চ রোজ সোমবার, টিলাগড় মসজিদের ভিতরে থেকে একটি ফনিক্স কোরাস ২৬” বাইসাইকেল চুরি হয়েছে।
বাইসাইকেলের প্রকৃত মালিক কামরুল আহমেদ উনার ফেসবুক আইডি থেকে একটি পোস্টে জানান, তিনি আজ ৮ই মার্চ সকালে বাইসাইকেল টি কিনেন। অতঃপর মাগরিবের নামাজের জন্য টিলাগড় কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে গেলে, বাইসাইকেলটি মসজিদের গেইটের ভিতরে নিয়ে তালা মেরে রেখে গেলে,নামাজ পরে এসে বাইসাইকেলটি আর খুঁজে পান নি।
তিনি সবার প্রতি অনুরোধ করেছেন, বাইসাইকেল টি কেউ খুজে পেলে উনার সাথে যোগাযোগ করার জন্য বিনিত আহবান জানান।
যোগাযোগ নাম্বারঃ ০১৭৪৬২০৮২৪২