জৈন্তাপুরে আ.লীগ নেতা সিরাজুল হক স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min readমোঃ আব্দুল্লাহ :: সিলেট জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম সিরাজুল হক সিরাই স্মরণে ৬ মার্চ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় দরবস্ত বাজার মঞ্চে দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্ট এর এপিপি এড,মাহফুজুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,সহ সভাপতি আলাউদ্দিন, এড,আলতাফ হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হুসেন,যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ কুতুবউদ্দিন।
এসময় যুবলীগ নেতা শীতল চন্দ্র, রুবেল আহমদ,তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ আমিন আহমদ, এরশাদুল আলম চৌধুরী,দুলাল আহমদ, ছাত্রলীগ নেতা, মনছুর আহমদ,মাসুক আহমদ, মামুনুর রশিদ, ফয়ছল আহমদ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন,সিরাজুল হক ছিলেন একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী, সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জৈন্তাবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে।