রুধির সম্প্রদান
1 min read[হাসানুজ্জামান রায়হান]
রক্তদানে পিছু পা কেন?
কেন পিছিয়ে মোরা?
রক্তদানে কেন হয় এত ভয়,
কেন যে হয় এত সংশয়?
রক্তদানে নেইযে ক্ষতি,
আছে ভালো অনুভূতি।
রক্তদানে না করোনা মা,
তুমার কাছে আর কিছু নেই চাওয়া।
তুমার সন্তান করলে রক্তদান
বাচবে আরেকটি মায়ের সন্তান।
তাতেই যে মিলে কত স্বাদ
বুঝা যায় করিলে রক্তদান।
সবাই মোরা হাতমিলিয়ে
করবো রক্তদান।
রক্তদানের মধ্যে দিয়েই গড়বো দেশ
রক্তের অভাব মুক্ত বাংলাদেশ।
লেখকঃ হাসানুজ্জামান রায়হান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ব্লাড ডোনেট ফাউন্ডেশন।
নির্বাহী যুগ্ম সম্পাদক
ইশতেহার সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম কুলাউড়া।