[মো:রফিকুল ইসলাম জুয়েল]
অপরূপ সৌন্দর্যে ভরা
রাতের আকাশে ফুটফুটে তারার মেলা।
নদীর মাঝে ঢেউয়ের খেলা।
নানান পাখির কলকাকলি
গাছে গাছে ফুল-ফলের ছড়াছড়ি,
প্রান জুড়ানো রূপের সমাহার,
আকুল করা সৌন্দার্য তাহার।
শ্যাম সোনালি রূপের অধিকারী
নেইকো রূপের শেষ,
দেখতে দারুণ বেশ।
অপরূপা রূপে সৃষ্টি,
সোনার বাংলাদেশ।
Post Views: 929