ফুলবাড়ীতে অভিনব কায়দায় জুয়া; আটক ৭
1 min readমাহফুজার রহমান মাহফুজ।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিম দিয়ে অভিনব কায়দায় জুয়া খেলায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার খড়িবাড়ী বাজারে জুয়াড়িদের ধরতে অভিযানে যায় পুলিশ।
শতাধিক সিদ্ধ ডিম ও কলসের মধ্যে গুটি দিয়ে জুয়া খেলা অবস্থায় ৭জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন,উপজেলার নওদাবস গ্রামের রতি চন্দ্র রায়ের ছেলে দীপু চন্দ্র রায় (৩১) একই গ্রামের কাচু মামুদের ছেলে আজিজুল হক (৩৩),পূর্ব নাগদাহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু হাসান (৫২), মধ্য নাগদাহ গ্রামের হাছেন আলীর ছেলে আব্দুল ছালাম (৪১),চর বড়লই গ্রামের আছকার আলীর ছেলে মোজাম্মেল হক (২৫), নজর মামুদ গ্রামের দুখু সরদারের ছেলে ভোলা সরদার (৪৩) ও নাগেশ্বরী উপজেলার সোনাই খামার গ্রামের নুর ইসলামর ছেলে সোহেল রানা (২৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।