পরাক্রমশালী শাহেনশাহ
1 min read[কাকলী আক্তার মৌ]
পরাক্রমশালী শাহেনশাহ তুমি;
সৃষ্টি জগতের প্রাণ,
পাপ পুণ্যের বাটখারায় মেপে
ফলাফল কর দান।
বুঝার যারা, সবি বুঝে;
অবুঝে করে হায়,
অনন্ত অসীম যাত্রা কালে,
প্রতিদান ঠিকই পায়।
নীরব যারা, নীরবে চলে;
সহজ সরল পথে,
বিরত তারা ঠিকই থাকে;
রেখে পুণ্য পাতে।
পরাক্রমশালী শাহেনশাহ তুমি;
সৃষ্টি জগতের শান,
সৃষ্টি কূলের সকল প্রাণি;
গায় তোমারি গান।
আমি অধম, তাদের সাথে;
সুর মিলিয়ে বলি,
ক্ষমা করে দাও,ওগো প্রভু;
যেন,পুণ্য পথে চলি।
লেখক: কাকলী আক্তার মৌ
(সীমান্তের আহ্বানের নিয়মিত লেখক)