গোয়াইনঘাটে বজ্রপাতে ২জন নিহত; শোক প্রকাশ করছেন ভাইস চেয়ারম্যান কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: ০৫ মার্চ (বৃহস্পতিবর) দিবাগত রাত ০২ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গায় আকষ্মিক বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এ তথ্যটি নিশ্চিত করেন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ফারুক আহমেদ। নিহত ব্যক্তি কুনকিরী গ্রামের নুরমিয়াসহ তার সাথে আরেকজন এবং আহত ব্যক্তি বর্তমানে সিলেট উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
০৬ মার্চ (শুক্রবার) এক বিবৃতিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ শোক প্রকাশ করে বলেন- আল্লাহ যেনো নুরমিয়াসহ তার সাথে আরেকজন নিহত ব্যক্তিকে জান্নাত দান করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন- তাদেরকে যেনো আল্লাহ সবরে জামিল দান করেন। পাশাপাশি তিনি আহত ব্যক্তির জন্য উপজেলার বিত্তবানদের কাছে সর্বাত্মক সহায়তা কামনা করেন, বলেন যে, আমরা তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করি। এবং সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন তিনি।