মনগড়া স্বাধীনতার নামে যারা জাহান্নামে যাবে
1 min read[সাইদুজ্জামান আল হায়দার]
★হারাম খাদ্য ভক্ষণকারী।
সুত্রঃ[সুনানে বাইহাকী শরীফ হাদিস নং ৫৫২০]
★আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
সুত্রঃ[বুখারী শরীফ হাদিস নং ৫৫২৫]
★ প্রতিবেশীকে কষ্ট দানকারী।
সুত্রঃ[মুসলিম শরীফ হাদিস নং ৬৬]
★ভাল ও ন্যায় কাজে মাতা- পিতার অবাধ্য সন্তান, দাইউস (পুরুষের বেশ ধারনকারীনি মহিলা)।
সুত্রঃ[মুসতাদরাকে হাকিম, হাদিস নং ২২৬]
★ অশ্লীলভাষী ও উগ্রমেজাজী।
সুত্রঃ[আবু দাউদ শরীফ হাদিস নং ৪১৬৮]
★অধীনস্থদেরকে ধোঁকা দেয় যে শাসক।
সুত্রঃ[বুখারী শরীফ হাদিস নং ৬৬১৮]
★ অন্যের সম্পদ আত্মসাৎকারী।
সুত্রঃ[মুসলিম শরীফ হাদিস নং ১৯৬]
★ উপকার করে খোটা দানকারী, অবাধ্য সন্তান ও
মদ্যপানকারী।
সুত্রঃ[সুনানে নাসাঈ হাদিস নং ৫৫৭৭]
★চোগলখোর ও গীবতকারী।
সুত্রঃ[মুসলিম শরীফ হাদিস নং ১৫১]
★ অন্যের পিতাকে নিজের পিতা বলে পরিচয়দানকারী ।
সুত্রঃ[বুখারী শরীফ হাদিস নং ৬২৬৮]
★অহংকারী।
সুত্রঃ[মুসলিম শরীফ হাদিস নং ১৩১]
★ রাসূলুল্লাহ (সা.)- এর আনুগত্য বর্জনকারী।
সুত্রঃ[বুখারী শরীফ হাদিস নং ৬৭৩৭]
★অকারণে তালাক কামনাকারীনি নারী।
সুত্রঃ[তিরমিজি শরীফ হাদিস নং ১১০৮]
★ দুনিয়াবী উদ্দেশ্যে জ্ঞান অর্জনকারী।
সুত্রঃ [আবু দাউদ শরীফ হাদিস নং ৩১৭৯]
★রিয়াকারী (লোক দেখানো আমলকারী)
সুত্রঃ[মুসলিম শরীফ হাদিস নং ৩৫২৭]
★ওয়ারিশ থেকে বঞ্চিতকারী।
সুত্রঃ[সুনানে ইবনে মাজা হাদিস নং ২৬৯৪] [লেখক] মুহাদ্দিস,রাজনীতিবিদ,গবেষক ও সমাজ সংস্কারক।