নবীগঞ্জে ব্যবসায়ীর লাশ ও মোটরসাইকেল উদ্ধার
1 min readআশাহীদ আলী আশা।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের রাস্তার পাশে শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মােঃ জায়েদ মিয়া (২২) নামে এক যুবকের মৃতদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫মার্চ) সকালে বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট সড়ক মজলিসপুর নামকস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জায়েদ মিয়া নবীগঞ্জ উপজেলার আউকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন জায়েদ মিয়া। প্রতিদিনের মত ব্যবসার কাজ শেষে করে মোটরসাইকেল যোগে বুধবার দিবাগত রাত বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ঠিকই ফিরেছেন তবে লাশ হয়ে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা-যায়, প্রতিদিনের মত আনুমানিক রাত প্রায় দেড়টার দিখে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনা মোতাবেক জায়েদ মিয়ার উপর হামলা চালায় বলে ধারণা করা হয়। নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্লান্ট মজলিসপুর নামকস্থানে এর আগেও অনেকের উপর এরকম হামলা হয় বলে স্থানীয়রা জানান। গতরাত এমনই একটি হামলার শিকার হয়ে প্রাণ হারায় জায়েদ। গত রাত রাস্তার পাশে একটি মোটরসাইকেল ও জায়েদের লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তবে জায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি পরিবারের। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।