জটিল রুগে আক্রান্ত দেলওয়ার বাঁচতে চায়; সহযোগিতার প্রয়োজন
1 min readমো: আব্দুল্লাহ :: সিলেটের জৈন্তাপুর উপজেলার রমজান রূপজান বাগেরখাল একাডেমী ( স্কুল এন্ড কলেজ ), জৈন্তাপুর , সিলেটের এস এস সি – ২০২০ এর পরীক্ষার্থী, মেধাবী ছাত্র মোঃ দেলোয়ার হোসেন জটিল রোগে আক্রান্ত থাকার কারণে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে নাই।
সে বর্তমানে শারিরীক ভাবে খুব কষ্টের মধ্যে আছে। বিনা চিকিৎসায় পড়ে আছে বাড়ীতে।টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছেনা।দিনমজুর বাবা টগবগে যুবক ছেলের এই করুন অবস্থায় ভেঙ্গে পড়েছেন কিন্তু কিছুই করতে পারছেননা।বাবার সামনে ছেলের এই অবস্থা বাস্তবে সহ্য করার মত নয়।
আমাদের এলাকার প্রবাসী ভাইসব সহ দেশ বিদেশের সবার কাছে আকুল আবেদন,
আসুন সবাই মিলে এই অসহায় যুবকের পাশে দাঁড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেই। বাবা-মায়ের বুকের ধন কে বাচাঁতে এগিয়ে আসি।
অসুস্থ দেলওয়ার সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর (হরিপুর) ইউনিয়নের উত্তর বাগেরখাল গ্রামের সিকন্দর আলীর ছেলে।
সবাই সাধ্যমত তার সহযোগিতার জন্য হাতকে প্রসারিত করি।
নিউজটি শেয়ার এবং কপি করে মানুষের কাছে সহযোগিতার আবেদনটি পৌছিয়ে দেই।
বিকাশঃ
০১৭১২৩০০৬৩৪ (পার্সোনাল)
জনাব সিরাজুল হক
অধ্যক্ষ,রমজান রুপজান বাগেরখাল এ
একাডেমী (স্কুল এন্ড কলেজ)