সাংবাদিকদের কাজই হলো খবরের পেছনে ছোটা, এটাই স্বাভাবিক; হাইকোর্ট
1 min read
নিজস্ব প্রতিনিধি, ঢাকা :: সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেন, সাংবাদিকদের কাজই হলো খবরের পেছনে ছোটা। তারা খবর সংগ্রহ করতে ছুটবেই। সাংবাদিকদের কোনও দোষ দেখছি না।
বুধবার (৪ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
আদালত বলেন, নিশ্চয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় অথবা তদন্ত সংস্থার কাছ থেকে রিপোর্ট গণমাধ্যমে গেছে। তারা রিপোর্ট পেয়েছে সেটি প্রকাশ করেছে। কিন্তু গণমাধ্যমের রিপোর্টে কোনও ভুল থাকলে সেটি আপনারা বললে আমরা দেখব।
আদালত বলেন, সাংবাদিকরা রিপোর্ট পেলেই ছাপাবেন, এটাই স্বাভাবিক। যদি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে তদন্ত প্রতিবেদনের মিল না থাকে, তখন তাদের দোষারোপ বা ধরার সুযোগ থাকে। রিপোর্ট যে আদালতে দাখিলের আগেই সাংবাদিকদের হাতে গেছে, তার দায় তো কাউকে না কাউকে স্বীকার করতেই হবে।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) সাগর-রুনি হত্যা মামলায় র্যাবের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের আগেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।