মোহনগঞ্জ উপজেলা যুব ও ছাত্র জমিয়তের কমিটি গঠন
1 min readনিজস্ব প্রতিনিধি।।
ছাত্র জমিয়ত বাংলাদেশ মোহনগঞ্জ (নেত্রকোনা) উপজেলা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল আজ (৪মার্চ) সম্পন্ন হয়েছে। মুফতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসার মুহতামিম উপজেলা জমিয়তের যুগ্ম আহবায়ক মাওলানা মাসুম আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমীন নগরী, ধর্মপাশা উপজেলা জমিয়ত নেতা মুফতি আবুল বাশার, মাওলানা জামিল আহমদ সিলেটী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে তুফায়েল আহমদ দৌলতপুরীকে সভাপতি,
জিহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক, আন্দুল মুক্তাদিরকে সাংগঠনিক এবং জাকির হোসেন পাবেলকে প্রচার সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের কমিটি পুনর্গঠন করা হয়।
এদিকে মাওলানা উবায়দুল্লাহ খানকে আহবায়ক, হাফেজ আব্দুল আউয়ালকে যুগ্মআহবায়ক, মাওলানা হোসাইন আহমদ মনিরকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মোহনগঞ্জ উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।